ফতুল্লায় ইন্স্যুরেন্স কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

 

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় আব্দুল্লাহ আল মামুন নামে এক ইন্স্যুরেন্স কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বিকেলে ফতুল্লার ভুইঘর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ প্রত্যক্ষদর্শী এক চা-পান দোকানদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়েছে পুলিশ। আল মামুন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আতাদী মোল্লা বাড়ির ডাক্তার শাহনেওয়াজ মোল্লার ছেলে। আল মামুন সপরিবারে ফতুল্লার ভুইঘর কাজী বাড়ি এলাকার হাজি রহিম উদ্দিনের বাড়িতে ভাড়ায় বসবাস করেন এবং সে যাত্রাবাড়ি এলাকায় পদ্মা লাইফ ইন্স্যুরেন্সে বীমা কর্মী হিসেবে চাকরি করতেন।