প্রবাসী নুরুল ইসলামের অভিযোগ লিবিয়া থেকে প্রায় ১৬ লাখ টাকা নিয়ে পালিয়ে এসেছে মহেশপুরের জাহাঙ্গীর

মহেশপুর প্রতিনিধি: লিবিয়া প্রবাসী নরসিংদী জেলার নুরুল ইসলামের অভিযোগ মহেশপুর উপজেলার খড়ে মান্দারতলা গ্রামের সৈয়দ হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন লিবিয়া থেকে প্রায় ১৬ লাখ টাকা নিয়ে পালিয়ে এসেছে। মহেশপুর থানায় অভিযোগ করলে পুলিশ আসামিকে আটক করে রহস্যজনক কারণে ছেড়ে দিয়েছে।

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মীর্জাপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নুরুল ইসলাম গত ৩ বছর ধরে লিবিয়ায় চাকরি করেন। একই সাথে মহেশপুর উপজেলার খড়ে মান্দারতলা গ্রামের সৈয়দ আলীর ছেলে জাহাঙ্গীরও সেখানে থাকতেন। গত শনিবার সকালে নুরুল ইসলাম অভিযোগে বলেন, গত ঈদুল ফিতরের সময় দেশে টাকা পাঠানোর জন্য তার কাছ থেকে ১৫ লাখ ৪০ হাজার টাকা নেয় জাহাঙ্গীর। বাংলাদেশে টাকা না পাঠিয়ে জাহাঙ্গীর পালিয়ে চলে আসে। এ ঘটনায় গত ৫ আগস্ট মহেশপুর থানায় একটি অভিযোগ দিলে মহেশপুর থানা পুলিশ ওই দিনই জাহাঙ্গীরকে আটক করে। স্থানীয় সরকার দলীয় নেতা নাটিমা ইউনিয়নের মশিয়ার রহমান থানা থেকে সালিসের কথা বলে জাহাঙ্গীরকে ছাড়িয়ে নিয়ে যান। পরে এ বিষয়ে ১১ ও ১৯ আগস্ট সময় নির্ধারণ করলেও পরে রহস্যজনক কারণে আর সালিস বসেনি। নুরুল ইসলাম আরও বলেন, স্থানীয় আ.লীগ নেতা মশিয়ার রহমানসহ কয়েকজন জাহাঙ্গীরের আশ্রয় দিয়ে টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে। তিনি এ বিষয়ে সরকারের ওপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।