চুয়াডাঙ্গার দোস্ত গ্রামে ৭৪ বছরের ইনদারা মেরামতে ইউপি চেয়ারম্যানের উদ্যোগ

নজরুল ইসলাম: চুয়াডাঙ্গা সদরের দোস্ত গ্রামে ১৯৪১ সালে নির্মিত হয় পানির জন্য কুয়া (ইন্দারা)। দীর্ঘদিন কুয়াটি সংস্কারের অভাবে তা আজ পরিত্যাক্ত। গ্রামবাসীর দাবিতে বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার ৭৪ বছরের ইদারাটি নতুন করে সংস্কারের উদ্যোগ নিয়েছেন।

১৯৪১ সালের ২১ জুন এলাকার মানুষের তৃষ্ণা মেটানোর জন্য কে বা কারা চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত বসুতিপাড়ায় খোদা বক্সের ছেলে ছলিমের বাড়ির পাশে নির্মাণ করে ইন্দারা। অবশেষে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে গতকাল শনিবার বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার নিজ উদ্যোগে ইন্দারাটি সংস্কারের কাজ হাতে নেন। ইনদারাটি চালু হলে গ্রামের মানুষ আয়রণ ও আর্সেনিকমুক্ত খাবার পানি পাবে। দ্রুত কাজটি শেষ করতে চেয়ারম্যানের নিকট জোর দাবি জানিয়েছে গ্রামবাসী। এ সময় চেয়ারম্যানের সাথে ছিলেন ইউপি সদস্য জিল্লুর রহমান, আবু সালে প্রমুখ।