কাবুলে গাড়ি বোমা হামলায় বিদেশিসহ নিহত ১২

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতালের বাইরে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে বিদেশিও রয়েছে। আবাসিক এলাকার ব্যস্ত একটি রাস্তায় শনিবার এ ঘটনা ঘটে। বিস্ফোরণ স্থানের কাছেই কাবুল বিমানবন্দর ও রাষ্ট্রপতির ভবন। বিস্ফোরণের ধাক্কায় বেশ কয়েকটি গাড়ি বিধ্বস্ত হয়, যেগুলোর মধ্যে একটি স্কুল ভ্যানও রয়েছে। নিরাপত্তা সূত্র জানায়, ডিনকর্প ইন্টারন্যাশনালের হয়ে চুক্তিভিত্তিতে আফগানিস্তানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একদল বিদেশিদের গাড়িবহর এ হামলার লক্ষ্যবস্তু ছিলো। কাবুলের স্বাস্থ্য কর্মকর্তা কবির আমিরি বলেন, ১২টি মৃতদেহ এবং ৬৬ জন আহত ব্যক্তিকে কাবুলের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছিলেন, নিহতদের মধ্যে অন্তত একজন বিদেশি। এদিকে এক খবরে নেটোর শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ম্যাকরোরায়ান জেলায় এ হামলায় নেটোর চুক্তিভিত্তিক তিনজন সেনা নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।