আলমডাঙ্গা থানা পুলিশের অভিযান : গাঁজাসহ কুষ্টিয়া দৌলতপুরের শাকিল গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ কুষ্টিয়া দৌলতপুরের শাকিলকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা রেলস্টেশনের পরিত্যাক্ত গোডাউনের নিকট গাঁজা বিক্রয়ের সময় পুলিশ শাকিলকে গ্রেফতার করে। পরে তার শরীর তল্লাশি করে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে।

জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের আব্দুস সালামের ছেলে শাকিল (২০) দীর্ঘদিন ধরে কুষ্টিয়াসহ আশপাশের জেলায় পাইকারি ও খুচরা গাঁজা বিক্রয় করে আসছিলো। গতকাল সে ৫শ গ্রাম গাঁজা নিয়ে আলমডাঙ্গা রেলস্টেশনের পরিত্যাক্ত গোডাউনের কাছে বিক্রি করার জন্য দাঁড়িয়ে ছিলো। এ সময় আলমডাঙ্গা থানার এসআই আনিস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করেন। এ সময় শাকিলের শরীর তল্লাশি করে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে এসআই আনিস বলেন, শাকিল দীর্ঘ কয়েক মাস ধরে আলমডাঙ্গা শহরের বিভিন্ন জায়গায় গাঁজা বিক্রি করে আসছিলো। তাকে ইতঃপূর্বে কয়েকবার ধরার চেষ্টা করেছি, কিন্তু সে পালিয়ে গেছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে শাকিলকে গ্রেফতার করা হয়। শাকিলের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। আজ রোববার তাকে আদালকে প্রেরণ করা হবে।