মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) উপপ্রধান নিহত হয়েছেন। আইএস’র উপপ্রধান ফাদিল আহমাদ আল-হায়ালি ইরাকের উত্তরাঞ্চলে নিহত হন। হাজি মুতাজ নামেও হায়ালি পরিচিত। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাকে আইএস’র দ্বিতীয় শীর্ষনেতা বলে বর্ণনা করেছেন। কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার মসুলে তার গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি নিহত হন। তার মৃত্যু আইএস’র অভিযানকে ক্ষতিগ্রস্ত করবে। সম্প্রতি মাসগুলোতে ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলায় উল্লেখযোগ্যসংখ্যক আইএস নেতা নিহত হয়েছেন। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নেড প্রাইস বলেন, ইরাক ও সিরিয়ায় বড় ধরনের অস্ত্রের চালান, বিস্ফোরক, যানবাহন এবং লোকজনের দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে প্রাথমিক সমন্বয়কের দায়িত্ব পালন করতেন হায়ালি।