দর্শনা অফিস: দর্শনা হল্টস্টেশনপাড়ার মাসুমের বিরুদ্ধে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও বিজিবির নাম ভাঙিয়ে মাদক ও চোরাকারবারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। এছাড়া মাসুমের রয়েছে মাদকের রমরমা কারবার। গতকাল শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা থানার এসআই মনির গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা হল্টস্টেশন এলাকায়। পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা চালায় হল্টস্টেশন এলাকার হুজুর আলীর ছেলে মাদকচক্রের হোতা মাসুম। পুলিশ ধাওয়া করে মাসুমকে ধরেছে বলে জানিয়েছেন, এসআই মনির। দারোগা মনির বলেছেন, মাসুমকে গ্রেফতারের পর তার দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ১শ গ্রাম গাঁজা। ভ্রাম্যমাণ আদালতে মাসুমকে সোপর্দ করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মাসুমের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো কারণ ছাড়াই পুলিশ মাসুমকে গ্রেফতার করেছে।