আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বেলগাছি গ্রামের মালিথা পাড়ার বিল্লাল হোসেনের মুরগি খামারে বাঘডাশা ঢুকে ২৭ মুরগি খেয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টার পর এ ঘটনা ঘটে।
জানা গেছে, বেলগাছি গ্রামের মালিথা পাড়ার ইউনুচ মালিথার ছেলে বিল্লাল হোসেনের মুরগি খামারে রাতের আঁধারে বাঘডাশা ঢুকে প্রায় ১০ হাজার টাকা মূল্যের ২৭টি মুরগি খেয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার পর মুরগির ঝটপট শব্দ শুনে বিল্লাল হোসেন খামারের দিকে দৌড়ে গেলে বাঘডাশা পালিয়ে যায়। পরে তিনি দেখেন খামারের ২৭টি মুরগে মেরে রক্ত খেয়েছে ওই বাঘডাশা।