আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় অনুষ্ঠিত ৮২তম অষ্টপ্রহরব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠানের শেষ প্রহর পরিদর্শন করলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা। গতকাল শুক্রবার ছিলো মহানাম যজ্ঞানুষ্ঠানের শেষ প্রহর। তিনি অষ্টপ্রহরব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠানের সকল বিষয়ে খোঁজখবর নেন এবং ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দীন, বিশিষ্ট শিল্পপতি গিরিধারী লাল মোদী, আওয়ামী লীগ নেতা সমীর দে, সুনিল কুমার অধিকারী, প্রাক্তন শিক্ষক শ্রী পরিমল কুমার পাল, বিশিষ্ট সমাজসেবক আওয়ামী লীগ নেতা ঝন্টু কুমার বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাস, পরিমল কুমার কালু ঘোষ, অশোক কুমার সাহা, বিদ্যুৎ কুমার সাহা, বিশ্বজিত কুমার সাধু খাঁ, অপূর্ব কুমার সাহা, পলাশ, অন্তু, মদন সাহা প্রমুখ ।