গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাবুর পিতা আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্না………..রাজেউন)। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুর রশিদ গাংনী বন বিভাগপাড়ার বাসিন্দা এবং তেরাইল গ্রামের মৃত মোজাম্মেল হক মাস্টারের ছেলে।
পরিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। সাথে সাথে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসায় তিনি কিছুটা সুস্থতা বোধ করেন। পরে ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। তাকে নেয়ার জন্য যানবাহন ভাড়া করার কথাবার্তা চলার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে আব্দুর রশিদের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবর পেয়ে ভোর থেকেই তার বাড়িতে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকার মানুষের ভিড় পড়ে। বিকেল সাড়ে ৫টার দিকে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় পড়ে।