মেহেরপুর অফিস: জাতীয় শোকদিবস স্মরণে মেহেরপুর মৃত্তিকা গ্রুপ থিয়েটারের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী ও ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিচারক ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহীন ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক সাঈদুর রহমান। অনুষ্ঠানে সমন্বয়কারী ছিলেন মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন। তাকে সহযোগিতা করেন মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সদস্য শিমুল, সান্টু, স্বাধীন প্রমুখ।