মেহেরপুর অফিস: বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার কর্মরত শিক্ষক-কর্মচারীদের অষ্টম পে-স্কেল অন্তর্ভুক্তকরণ ও নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি সৈয়দ জাকির হোসেন, সহসভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, শিক্ষক নেতা আবুল কাশেম, ইসরাইল হোসেনসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শ শ শিক্ষক মানবন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা জানান, বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের অষ্টম পে-স্কেল অন্তর্ভুক্তকরণ করতে হবে এবং যেসব নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে হবে।