বাস-ট্রাক মালিক-শ্রমিক পক্ষের কর্মসূচি প্রত্যাহার : শর্তে গররাজি ইজিবাইক সমিতি

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা বাস-মিনিবাস ও ট্রাকমালিক গ্রুপ তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বাস-মিনিবাস ও ট্রাকমালিক গ্রুপের পক্ষ থেকে ওই ঘোষণ দেয়া হয়। এদিকে জেলা ইজিবাইক মালিক ও চালক সমিতির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও মামলা প্রত্যাহারের দাবিতে বিকেলে শহরে বিক্ষোভ মিছিল শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয়।

মেহেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ট্রাকমালিক গ্রুপের সভাপতি আলহাজ গোলাম রসুল জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার হামিদুল আলমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা বাস-মিনিবাস ও ট্রাকমালিক-শ্রমিকরা উপস্থিত ছিলেন। মেহেরপুরের যেসব সড়কে বাস-ট্রাক চলাচল করে সেসব সড়কে ইজিবাইক এবং নসিমন-করিমন, আলগামনসহ সব ধরনের শ্যালোইঞ্জিনচালিত অবৈধযান চলাচল করবে না। ব্যাটারিচালিত অটো পৌরসভার বাইরে চলবে না। তবে কাঁচা মাল, রোগী ও শিক্ষার্থীদের পরিবহনের ক্ষেত্রে শুধু এসব যান চলাচল করতে পারবে বলে সভায় পুনঃ সিদ্ধান্ত গৃহীত হয়। আলহাজ গোলাম রসুল আরো বলেন- পুলিশ সুপার তাদের দাবি মেনে নিয়ে আজ শুক্রবার সকালে মাইকিংসহ অবৈধযান চলাচল বন্ধ করতে আইনগত পুলিশি ব্যবস্থা নেবেন বলে তাদের আশ্বস্ত করেন। আশ্বাসের প্রেক্ষিতে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ খুশি হন এবং তারা পূর্ব নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করে নেন।

এদিকে এদিন রাত ৮টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা ইজিবাইক মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় হয়। ইজিবাইক মালিক ও চালক সমিতির সভাপতি সাজ্জাদুল আলম জানান, পুলিশ সুপারের দেয়া সিদ্ধান্ত তাদের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। ইজিবাইক প্রতিদিনের ন্যায় আগামীতেও রাস্তায় থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কোনো রকম হয়রানি করলে তারা তাদের ইজিবাইক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর হাতে জমা দিয়ে পরিবারপরিজন নিয়ে আন্দোলনে নামবেন। বিকেলে মেহেরপুর ওয়াপদার মোড় এলাকা থেকে শুরু হয়ে ইজিবাইক মালিক ও চালক সমিতির একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাধারণ সম্পাদক আল মামুন ওই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। পরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন তারা। এতে তারা তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

Leave a comment