দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ক্ষুব্ধ এলাকাবাসী আলমডাঙ্গা শহরের পিলখানায় পশু জবাই বন্ধ করে দিয়েছে : চরম বিপাকে শহরের মাংস ব্যবসায়ীরা

 

আলমডাঙ্গা ব্যুরো: দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে আলমডাঙ্গা পৌর শহরের পিলখানা এলাকার ক্ষুব্ধ মানুষ পিলখানায় পশু জবাই বন্ধ করে দিয়েছে। চরম বিপাকে পড়েছে শহরের মাংস ব্যবসায়ীরা।

জানা গেছে, আলমডাঙ্গা শহরের পশু জবাইখানা শহরের বি-টিম মাঠের পাশে ফকিরপাড়ায় অবস্থিত। এ জবাইখানার রক্ত-আবর্জনা পচা দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ। ওই আবাসিক এলাকা থেকে পিলখানাটি অন্যত্র সরিয়ে নিতে দাবি তুললেও আজোবধি সেখানে পশু জবাইয়ের কাজ চলছে। এদিকে, পৌরসভার পক্ষ থেকে শহর থেকে কয়েক কিলোমিটার দূরে বণ্ডবিল বিলের ধারে নতুন পিলখানা নির্মাণ করা হলেও মাংস ব্যবসায়ীরা সেখানে পশু জবাই করতে আগ্রহী হচ্ছে না। তাদের দাবি- এতো দূর থেকে পশু জবাই করে নিয়ে এসে ব্যবসা করা বেশ কঠিন। তাছাড়া নতুন পিলখানার জমিও প্রয়োজনের তুলনায় খুবই কম। এ সকল কারণ দেখিয়ে এতোদিন তারা পুরাতন পিলখানা ব্যবহার করে আসছিলো। পৌর শহরের ফকিরপাড়ায় অবস্থিত এ পিলখানার দুর্গন্ধে টিকতে না পেরে গতকাল এলাকার ক্ষুব্ধ মানুষ পিলখানার জেনারেটর খুলে নিয়েছে, টিউবওয়েল নষ্ট করে রেখেছে। ভাঙচুর করেছে পিলখানার ঘর। বিক্ষুব্ধ মানুষ পাহারা দিয়ে রেখেছিলো পিলখানা, যাতে সেখানে পশু জবাই না করতে পারে।

এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার মাংস ব্যবসায়ীরা শহরের মাংস বাজার শেডেই পশু জবাই করে। পরে রক্ত-আবর্জনা নিজেরাই পার্শ্ববর্তী কুমার নদের পাড়ে ফেলে দেয় বলে কয়েকজন মাংস ব্যবসায়ী জানিয়েছেন। বর্তমানে পিলখানা ব্যবহার না করতে পেরে তারা চরম বিপাকে পড়েছেন বলে উল্লেখ করেছেন। তারা পৌর মেয়রের নিকট শহরের নিকটবর্তী স্থানে পিলখানা নির্মাণের ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। অন্যান্যের মধ্যে বিশিষ্ট মাংস ব্যবসায়ী শুকুর আলী, জিন্নাহ আলী, এস্কেন আলী, সোহরব হোসেন, আরিফ, আশকার আলী, আজিমুদ্দীন, মজিবর রহমান, আজগর আলী, ফজলুল হক প্রমুখ এ দাবি করেছেন।

Leave a comment