দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের স্টোর রুমের ভেন্টিলিটার ভেঙে ওষুধ চুরির মামলায় স্টোরকিপার মশিউর রহমানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা থানা পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে থেকে গ্রেফতার করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আফজাল হোসেন জানান, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ওষুধ চুরির মামলায় স্টোর কিপার মশিউর রহমানকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ শুক্রবার ৫ দিনের রিমান্ডেরর আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে ওই অফিসে নিয়োজিত দু আনসার-ভিডিপি সদস্য আয়ুব আলী ও জাকির হোসেন মোবাইলফোনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানায় স্টোর রুমের পেছনের গ্রিল কাটা। পরদিন অর্থাৎ ৯ আগস্ট ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে মেডিকেল অফিসার ডা. বেলাল উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (স্টোর) মশিউর রহমান ও উপজেলা পরিবার পরিকলাপনা সহকারী (সাধারণ) মো. রেজাউল হক এই ৩ সদস্যের একটি তদন্তটিম গঠন করা হয়।
ওই তদন্ত টিম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও তদন্তকারী পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে স্টোর রুমের সিলগালাকৃত তালা খুলে স্টোরের মজুদ বহি (আইসিআর) চেক করে। মজুদ বই চেক করে দেখা যায় স্টোর রুম থেকে ৬ পদের প্রায় ১ লাখ ৮২ হাজার টাকার ওষুধ চুরি হয়েছে। এ ঘটনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান বাদী হয়ে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় গত ১০ আগস্ট মামলা দায়ের করেন।