চুয়াডাঙ্গা সদরের উজলপুর-কোটালী সড়কে গাছ ফেলে অর্ধলাখ টাকার মালামাল ছিনতাই : দুজন আহত

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের উজলপুর-কোটালী সড়কে গাছ ফেলে করিমনের গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে ৭ পথচারীকে জিম্মি করে নগদ টাকা, মোবাইলফোনসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ছিনতাইকারীরা দুজনকে পিটিয়ে আহত করে।

ছিনতাইয়ের কবলে পড়া চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জাহিরুল ইসলাম, রেজাউল ওরফে ভাটাম, রেজাউলের ছেলে শিল্টু, মকছেদের ছেলে জামাত আলী, হরিশপুর গ্রামের পটলের ছেলে সোরাফ উদ্দীন, জামাত আলীর স্ত্রী কুলছুম বেগম মেয়ে সাউদা খাতুন জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে দর্শনা হল্টস্টেশন থেকে করিমনযোগে বাড়ি ফিরছিলাম। এ সময় উজলপুর-কোটালী সড়কের তালতলা নামক স্থনে পৌঁছুলে ১০-১২ জন ছিনতাইকারী সড়কের ওপর গাছ ফেলে করিমনের গতিরোধ করে। ছিনতাইকারীরা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫টি মোবাইলফোন, ফ্লেক্সিলোডের ২২ হাজার টাকা ব্যালেন্স থাকা একটি মোবাইলফোন, এক জোড়া সোনার দুল, এক জোড়া নাকের দুলসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ছিনতাইকারীদের সাথে তর্কবিতর্ক করায় জাহিরুল ও ভাটামকে পিটিয়ে আহত করে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি লিয়াকত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই।

Leave a comment