চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল ওহাব মল্লিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির প্রয়াত সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাব মল্লিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া পরিচালনা করেন- বায়তুল মামুর মসজিদের ইমাম মুফতি জাহিদুল ইসলাম।

উপস্থিত ছিলেন- জেলা বারের সিনিয়র সহসভাপতি মুনসুর উদ্দিন মোল্লা, সহসভাপতি সিরাজুল ইসলাম, সেক্রেটারি সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, জিপি মোল্লা আব্দুর রশীদ, সিনিয়র আইনজীবী মো. মনিরুজ্জামান ও আশরাফ আলী বিশ্বাস, মরহুমের ছেলে আব্দুল ওয়াহেদ মল্লিক, সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, এমএম শাহজাহান মুকুল, নুরুল ইসলাম, আলমগীর হোসেন, সাবেক সেক্রেটারি রফিউর রহমান, শামীম রেজা ডালিম ও আবুল বাশারসহ আইনজীবী সমিতির সকল সদস্য অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বরে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন অ্যাডভোকেট আব্দুল ওহাব মল্লিক। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরবর্তীতে ঢাকায় নেয়া হয়। ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ আগস্ট তিনি ইন্তেকাল করেন।

Leave a comment