চুয়াডাঙ্গায় নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

 

ভালাইপুর প্রতিনিধি: ‘জাগো জাগাও নারী ও শিশু নির্যাতনকারীর বিরুদ্ধে রুখে দাঁড়াও’ স্লোগানে সারাদেশে শিশু হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ডিসি অফিসের সামনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সিডিএফ, সুফিয়া কামাল ফেলো, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের উদ্যোগে নির্যাতন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়। জেলা জিসিএ সভাপতি ওয়ালিউর রহমান মালিক টুল্লুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, জেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, স্টেপস প্রতিনিধি চন্দন কুমার লাহেড়ী, সিডিএফ’র কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াছ হোসেন, উপজেলা লোকমোর্চার সভাপতি শহিদুল হক বিশ্বাস, জহির রায়হান, নাইমা খাতুন, সুফিয়া কামাল ফেলো সদস্য মরিয়ম শেলী। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্পের ফোকাল পারসন আসাদুজ্জামান ও মিনা হোসেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেটে শিশু শেখ আলম রাজন, ৩ জুলাই খুলনায় নিহত রাকিব, ৪ আগস্ট বরগুনায় নিহত রবিউল আওয়াল একই দিন চাঁদপুরে সুমাইয়া আক্তার, ১৩ আগস্ট মাদারীপুরে ২ স্কুলছাত্রী কোমল পানীয়র মধ্যে বিষ মিশিয়ে সুমাইয়া আক্তার ও হ্যাপী আক্তারকে হত্যাসহ চাঁদপুর কচুয়ার ভুইয়ারা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণ, গাজীপুরের কালীগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ বিষয়ে মানববন্ধনে বক্তারা রাজনৈতিক পক্ষপতিত্ব না করে অতি দ্রুত ট্রাইবুনাল গঠন করে বিচারের আওতায় আনার দাবি জানান।

Leave a comment