ঘর থেকে ৩ কোটি ১০ লাখ ডলার উদ্ধার!

মাথাভাঙ্গা মনিটর: প্রয়োজনে দৈনন্দিন খরচের টাকার চেয়ে কখনো কখনো বেশি টাকা ঘরে রাখা হলেও বিপুল অঙ্কের নগদ অর্থ ঘরে রাখার এ বিস্ময়কর ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায়। দুর্নীতি-বিরোধী পুলিশ স্থানীয় পৌরসভার একজন প্রকৌশলী প্রণব অধিকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে নগদ ৩ কোটি ১০ লাখ ডলার। কোলকাতার উপকণ্ঠে হাওড়া শহরতলীর ১৫ বছরের পুরনো দোতলা একটি  ছয় কক্ষের বাড়ি থেকে পুলিশ এ বিপুল পরিমাণ ডলার উদ্ধার করে। একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রণব অধিকারীর বিরুদ্ধে ভবন নির্মাণ পরিকল্পনার ছাড়পত্র দেয়ার বিনিময়ে ঘুষ দাবির অভিযোগ পাওয়ার পর তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। অধিকারীর স্ত্রী এ অভিযোগ অস্বীকার করেছেন এবং তার স্বামীকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, অধিকারী সরকার পরিচালিত স্থানীয় পৌরসভার মাঝারি পর্যায়ের একজন কর্মচারী। ভবন নির্মাণ পরিকল্পনার ছাড়পত্র দেয়াই তার কাজ। তার মাসিক বেতন ৬৯০ ডলারের সমপরিমাণ। কিন্তু পুলিশ তল্লাশি চালিয়ে বাড়ির খাটের নিচে, অব্যবহৃত বাথরুমে, মেঝেতে, সিলিংয়ে, বেসিনের নিচে এমনকি ড্রয়ারসহ বিভিন্ন জায়গা থেকে ওই বিপুল ডলার উদ্ধার করে। এরপর ভারতের কেন্দ্রীয় ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ১৫ জন কর্মকর্তা মিলে ২০ ঘণ্টা ধরে চারটি মেশিন দিয়ে ডলারগুলো গণনা ও পরীক্ষা করে দেখেন এগুলো ভুয়া কি-না। তারপর সে অর্থ ট্রাঙ্কে করে পুলিশ সদর দপ্তরে নেয়া হয়। ভারতে অবশ্য এর আগেও প্রকৌশলীর বাড়ি থেকে বড় অঙ্কের অর্থ উদ্ধারের ঘটনা ঘটেছে। গত বছর নভেম্বরে দিল্লির শহরতলী নদীয়ায় এক প্রকৌশলীর বাড়ি থেকে ১ কোটি ৫০ লাখের বেশি নগদ ডলার উদ্ধার করা হয়।