আলমডাঙ্গায় মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি খোদাবক্স গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি খোদাবক্সকে (৫৭) গ্রেফতার করেছে। গতকাল আলমডাঙ্গা থানার এসআই আনিস তাকে বাড়ি থেকে গ্রেফতার করে।

জানা গেছে, মায়ানমারের বিজিপি কর্তৃক উদ্ধারকৃত জলপথে পাচারের শিকার বাংলাদেশিদের মধ্যে আলমডাঙ্গার ৯ জন গত ২৫ জুলাই বাড়ি ফেরে। এ ৯ জনের মধ্যে ৪ কিশোর ওই দিনই আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে এলাকার কয়েকজন আদম দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

উপজেলার হাড়গাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে মিনারুল ইসলাম (২৭) বাদী হয়ে ওই এজাহার দায়ের করেন। লিখিত এজাহারে উল্লেখ করা হয় যে, আলমডাঙ্গা উপজেলার হাড়গাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে মোশারেফ হোসেন, একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে মিনারুল ইসলাম (২৩),পাইকপাড়ার হাফিজুল ইসলামের ছেলে মিলন ওরফে মিলু (১৮) ও একই গ্রামের আত্তাব আলীর ছেলে তোতা মিয়া,ভাংবাড়িয়া গ্রামের আনারুলের ছেলে লিটন আলী (২৪), একই গ্রামের শাহজাহান আলীর ছেলে লিটন (২৩), শ্যামপুর গ্রামের শামসুল হকের ছেলে জহুরুল, তিওরবিলা গ্রামের ঠান্টু মালিথার ছেলে শহিদুল (২২) ও অজ্ঞাত ১ জনসহ বেশ কিছু সহজ-সরল কিশোরকে আদম দালাল আব্দুর রাজ্জাক, হারদীর নাসির, পাইকপাড়া গ্রামের দালাল নজিবুল ওরফে মজিবুল ও এনায়েতপুর-বাড়াদী গ্রামের খোদাবক্সসহ কিছু আদম দালাল ফুঁসলিয়ে ফুঁসলিয়ে তাদেরকে এ প্রাণবিপন্নকারী বিপদে ঠেলে দেয়। এসআই আনিস জানিয়েছেন, ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গতকাল বৃহস্পতিবার ভোরে এনায়েতপুর-বাড়াদীর মৃত ইকবাল মালিথার ছেলে খোদাবক্সকে (৫৭) গ্রেফতার করেছে। গতকাল সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a comment