বিদেশে চাকরি করতে যাওয়া খাইরুল ও লাল্টুর আজও সন্ধান মেলেনি : ছেলের সন্ধানে দিশেহারা

 

মহেশপুর প্রতিনিধি: গত দু বছর আগে বিদেশে চাকরির নামে সোনার হরিণ পাওয়ার আশায় মালয়েশিয়া যায় মহেশপুর উপজেলার নলপাতুয়া গ্রামের ৩ যুবক। ১ জনের সন্ধান পেলেও বাকি ২ জনের কোনো সন্ধান মেলেনি। ছেলের সন্ধান পেতে মানবাধিকার সংগঠনের কাছে আবেদন করেছেন মা কোবেরা বেগম।

প্রাপ্তসূত্রে প্রকাশ, উপজেলার নলপাতুয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম (২৮), সোহরাব উদ্দিনের ছেলে লাল্টু (২৭) ও আব্দুল কাদেরের ছেলে শামীম (২৫) নামে ৩ যুবক চাকরির জন্য প্রবাসী নাজির আহম্মেদের স্ত্রী আয়না বেগম ও তার ছেলে শামীমের প্রলোভনে পড়ে অবৈধ পথে মালয়েশিয়া গমন করে। কিন্তু গত দু বছর গত হয়ে গেলেও খাইরুল ও লাল্টুর কোনো সন্ধান মেলেনি। শামীমের সন্ধান মিললেও সে মালয়েশিয়ার জেলখানায় আছে। শামীম পুলিশের কাছে ধরা পড়ার পূর্বে পরিবারের কাছে তার করুণ ইতিহাস বর্ণনা করেন।

জানা গেছে, অবৈধভাবে নদী পথে যাওয়ার সময় দালালরা তাদের কাছে টাকা দাবি করে। টাকা দিতে না পারায় খাইরুল ও লাল্টুকে হত্যা করে নদীতে ফেলে দেয়। শামীম তাদেরকে কিছু টাকা দিলে সে কোনো রকম রক্ষা পায়। সে মালয়েশিয়া পৌছুলে কিছু দিন থাকার পর পুলিশের হাতে আটক হয়। এই সংবাদ পেলেও পরিবারের পক্ষ থেকে কিছুই করতে পারছে না। শামীম ও তার মা আয়না বেগম স্থানীয় সরকার দলীয় লোকজনকে হাত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে কিছু করতে দিচ্ছে না এমনকি তাদের মুখ খুলতে দিচ্ছে না বলে অভিযোগ ওঠে। খাইরুলের মা কোবেরা বেগম তার ছেলেকে জীবিত অথবা মৃত উদ্ধার করার জন্য সকল মহলের কাছে আবেদন জানান। এছাড়া দোষী ব্যক্তিদের গ্রেফতারপূর্বক ন্যায় বিচার দাবি জানান। বিষয়টি মানবাধিকার সংগঠন রাইটস যশোর ও আরডিসি ভিকটিমের পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a comment