স্টাফ রিপোর্টার: বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভা গতকাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরতের অফিসকক্ষে অনুষ্ঠিত হয়। মেলে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বেলা ১২টায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরতকে চুয়াডাঙ্গা জেলা শাখা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মনোনীত করা হয়। এছাড়া সহসভাপতি জীবননগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, সাধারণ সম্পাদক জীবননগর ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সদস্য দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান, সদস্য চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগমকে নির্বাচিত করা হয়।