জনস্রোতই জয়ের টনিক!

স্টাফ রিপোর্টার: অনূর্ধ্ব-১৬ দলের খেলায় এমন দর্শক সমাগম অপ্রত্যাশিত ছিলো খোদ আয়োজকদের কাছেই। বিকেল পাঁচটায় খেলা শুরু, অথচ সাড়ে তিনটার মধ্যেই গ্যালারি টইটম্বুর! কোথাও ছিলো না তিল ধারণের ঠাঁই। স্টেডিয়াম-সংলগ্ন বাসা ও বিপণিবিতানের ছাদে কিংবা জীবনের ঝুঁকি নিয়ে স্টেডিয়ামের পাশের সুউচ্চ পানির ট্যাংক বা গাছে চড়ে যেভাবে দর্শকেরা খেলা উপভোগে মেতে উঠলো, করতালি প্রাপ্যই এ দর্শকদের।

ফুটবলের প্রতি জনতার এমন গভীর ভালোবাসায় আবেগে আপ্লুত সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন সেলিম। হাজারো দর্শক দেখে তার কণ্ঠে বিস্ময়, এতো এতো দর্শক। এতো এতো মানুষ! এবারও প্রমাণ হলো সিলেটের মানুষ কতোটা ফুটবলপ্রেমী। দর্শকদের এ ভালোবাসার ঋণ শোধ করার কোনো ক্ষমতাই আমাদের নেই। আমরা আবেগে আপ্লুত। খেলা শেষে বাংলাদেশ দলের কোচ-অধিনায়কও উৎফুল্ল। দুজনের কাছেই এতো দর্শকের সামনে খেলাটা ভাগ্যের ব্যাপার! সিলেটের দর্শকদের এ রূপ বড়ই অদ্ভুত, বড়ই সুন্দর। চোখে না দেখলে তা অনুভব করা একটু কঠিনই বটে।