চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদ্য প্রয়াত সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাব মল্লিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদ্য প্রয়াত সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাব মল্লিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আছর চাঁদমারী মাঠ সংলগ্ন মরহুমের বাসভবন চত্বরের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মুফতি জাহিদুল ইসলাম ও জান্নাতুল মাওলা কবরস্থানের ইমাম মাওলানা হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন- জেলা ও দায়রা জজ শিরিন কবিতা আখতার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) নাজির আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) চাঁদ মো. আব্দুল আলীম আল রাজী, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, যুগ্ম জেলা জজ আব্দুর রহিম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহা. আমীনুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম, সহকারী জজ মানিক দাস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তরিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, জেলা বারের সিনিয়র সহসভাপতি মুনসুর উদ্দিন মোল্লা, সেক্রেটারি সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, জিপি মোল্লা আব্দুর রশীদ, সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, এমএম শাহজাহান মুকুল, নুরুল ইসলাম, আলমগীর হোসেন, সাবেক সেক্রেটারি রফিউর রহমান, শামীম রেজা ডালিম ও আবুল বাশারসহ আইনজীবী সমিতির সকল সদস্য ও দলমত নির্বিশেষে নারী ও পুরুষেরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বরে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরবর্তীতে ঢাকায় নেয়া হয়। ঢাকার মেট্রোপলিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ আগস্ট ইন্তেকাল করেন।

জেলা বিএনপি নেতা, সাবেক পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ওহাব মল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের পক্ষে উপজেলা আহ্বায়ক মাহাবুল হক, সাবেক আহ্বায়ক একরামুল হক একরা, যুগ্ম আহ্বায়ক মানিক জোয়ার্দ্দার, মিলন মেম্বার, জয়নাল আবেদীন, লাল মিয়া, রফিকুল ইসলাম, পিন্টু, আশরাফুল হক, রফিকুল ইসলাম, বেল্টু মিয়া।

Leave a comment