আমলার শতকে দ. আফ্রিকার বড় সংগ্রহ

মাথাভাঙ্গা মনিটর: হাশিম আমলার শতকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা। এতে অবদান রয়েছে অর্ধশতক করা রাইলি রুশোরও। গতকাল বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩০৪ রানের বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। মর্নে ফন উইকের সাথে ৪৬ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো সূচনা এনে দেন আমলা। ফন উইকের (১৬) বিদায়ে নবম ওভারে ক্রিজে আসেন রুশো। দ্বিতীয় উইকেটে ১৮৫ রানের দারুণ এক জুটি উপহার দেন আমলা-রুশো।

মিচেল ম্যাকক্লেনাগানের বলে রুশো বোল্ড হলে ভাঙে ৩৩.১ ওভার স্থায়ী জুটিটি। ৮৯ রান করা রুশোর ১১২ বলের ইনিংসটি ৬টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ। ২ উইকেটে ২৩১ রানে পৌঁছে যাওয়া দক্ষিণ আফ্রিকা রানের গতি বাড়ানোর জন্য তাকিয়ে ছিলো এবিডি ভিলিয়ার্সের দিকে। কিন্তু হতাশ করেন অধিনায়ক ৯ বলে ৯ রান করে ফিরে যান তিনি। এরপর বেশিক্ষণ টেকেননি আমলাও। বাংলাদেশ সফরে তিন ওয়ানডে মিলিয়ে ৫০ রান করা এ ডানহাতি ব্যাটসম্যান খেলেন ১২৪ রানের চমৎকার এক ইনিংস। এটি তার ২১তম শতক। ১৩টি চার ও ৩টি ছক্কায় সাজানো আমলার ১২৬ বলের ইনিংসটি শেষ হয় অ্যাডাম মিল্নের বলে বোল্ড হয়ে। শেষ দিকে দ্রুত উইকেট হারালেও ডেভিড মিলার (১৪), ফারহান বেহারডিন (১৫) ও অভিষিক্ত ডেভিড ভিজে (১৪) দলের সংগ্রহ তিনশ পার করেন।  নিউজিল্যান্ডের মিল্ন ও ম্যাকক্লেনাগান দুটি করে উইকেট নেন।