৩ মাদকসেবীর কারাদণ্ড : স্পিরিট ব্যবসায়ীর জরিমানা

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে গতকাল মঙ্গলবার পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীরস প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড ও লাইসেন্সবিহীন স্পিরিট বিক্রির অপরাধে দু হার্ডওয়ার ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গাংনী সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুর আলম ওই অভিযান পরিচালনা করেন।
দণ্ডিত মাদকসেবীরা হচ্ছে- উপজেলার বাওট গ্রামের হাউস আলী (৪০), খোকন হোসেন (৪০) ও কাজীপুর গ্রামের বিল্লাল হোসেন (২৮)। অপরদিকে অর্থদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- গাংনী শহরের সবুজ হার্ডওয়ার মালিক আব্দুল খালেক ৭ হাজার টাকা ও সাইদ হার্ডওয়ার মালিক সাইদ হোসেন ১০ হাজার টাকা।
গাংনী থানাসূত্রে জানা গেছে, সোমবার রাতে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সুফল কুমার অভিযান চালিয়ে খোকন হোসেন ও হাউস আলীকে ৫ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করেন। অপর অভিযানে পীরতলা পুলিশ ক্যাম্প কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে বিল্লাল হোসেন ৩ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করেন। গতকাল তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করেন। গতকালই তাদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
এদিকে গতকাল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর আলম গাংনী শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় বিনা লাইসেন্স স্পিরিট বিক্রির অভিযোগে সবুজ হার্ডওয়ার থেকে ৩০ লিটার ও সাঈদ হার্ডওয়ার থেকে ২০ লিটার স্পিরিটি জব্দ করে মাটিতে ঢেলে বিনষ্ট করার আদেশ দেন। পাশাপাশি দু দোকান থেকে জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর সার্কেলের পরিদর্শক এএসএম মইন উদ্দীন কবির ও জেলা প্রশাসনের অফিস সহকারী আফতাব আহমেদ উপস্থিত ছিলেন।

 

Leave a comment