মাথাভাঙ্গা মনিটর: পার্লামেন্ট নির্বাচনেও হেরে গেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। শ্রীলঙ্কার নির্বাচন কমিশনার মাহিন্দা দেশাপ্রিয়া মঙ্গলবার এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এদিকে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে রাজাপকসের জোট ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের (ইউপিএফএ)। রাজাপাকসে জানান, তিনি পার্লামেন্টে বিরোধী দলীয় সদস্য হিসেবে কাজ করবেন। সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে বলেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আমার ভেঙে গেছে। আমি নির্বাচনে পরাজয় মেনে নিচ্ছি। তুমুল প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও আমরা হেরে গেছি। নির্বাচন কমিশন প্রধান মাহিন্দা দেশপ্রিয় চুড়ান্ত ফলাফল ঘোষণা করার আগেই রাজাপাকসে তার ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের পরাজয় মেনে নেন। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে রাজাপাকসে বলেন, নির্বাচনে আমরা ৮টি জেলায় জিতেছি। অন্যদিকে ইউএনপি (ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি) মোট ২২ জেলার মধ্যে ১১টিতে জয়লাভ করেছে। এর মানে হচ্ছে আমরা হেরে গেছি। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে আমরা হেরেছি। কর্মকর্তারা জানান, বাকি যে তিনটি জেলায় ফলাফল ঘোষণা করা হয়নি সে তিনটি জেলায় সংখ্যালঘু তামিল দলের প্রাধান্য রয়েছে। তারা আরো জানান, সোমবারের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।