রাজশাহীতে ট্রাকচাপায় একই পরিবারের ৫ জনসহ নিহত ৭

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ট্রাকচাপায় একই পরিবারের পাঁচ সদস্যসহ সাতজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার তেবাড়িয়ায় ট্রাকটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ নিহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অটোরিকশাটির চালক রয়েছেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা বালুবোঝাই ট্রাকে আগুন লাগিয়ে দেয়। নিহতরা হলেন পুঠিয়ার দাসমাড়িয়া এলাকার বিমল ঠাকুরের স্ত্রী সুমি (২৮), ছেলে রুদ্র (৫), নিহত সুমির ভাইয়ের মেয়ে পূজা (১০), বিদ্যুত (৩৫), বিদ্যুতের স্ত্রী বৃষ্টি (২৫)। নিহত অটোরিকশার চালকের নাম বিদ্যুত (৩৫)। নিহত অপর নারীর পরিচয় জানা যায়নি। রাজশাহীর পুঠিয়া থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান জানান, ট্রাকের সাথে ব্যাটারিচালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন শিশু ও তিনজন নারী। অপরজন ভ্যানচালক। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুঠিয়ার শিলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, পুঠিয়া থেকে তাহেরপুরগামী একটি বালুবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ছয়জন। এদের মধ্যে একই পরিবারের পাঁচ জন রয়েছে। সাজ্জাদ হোসেন মুকুল জানান, ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ট্রাকের চালক-হেলপারকে ধরে পিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে।