মুজিবনগরে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবগর উপজেলা পরিষদ মাঠে ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মুজিবনগর উপজেলা প্রশাষন ও কৃষি অফিসের আয়োজনে ফলদ বৃক্ষমেলায় কৃষিবিদ এসএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। উপজেলা চত্বরে আলেচনাসভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ এসএম মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মুহা. মোফাখ্খারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আ.লীগের সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, বাগোয়ান ইউনিয়ন আ.লীগের সম্পাদক নজরুল ইসলাম, কৃষক ইসমাইল হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সহকারী কৃষি অফিসার মুসফিকা সুলতানা। পরে উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসার ছাত্রছাত্রীদের মাঝে ফলদ বৃক্ষের চারা প্রদান করা হয়।

Leave a comment