মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি এলাকায় সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৬৫ জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম এ খবর দিয়েছে, খবরে বলা হয়- খায়বার এজেন্সির শাওয়াল ও গারলামানি এলাকায় বিমান হামলায় অন্তত ৫০ জন এবং রাজগাল এলাকায় ১৫ জন মারা যায়। পাকিস্তান সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, নিখুঁতভাবে সন্ত্রাসীদের আস্তানায় বিমান হামলা চালানো হয়। এতে সন্ত্রাসীদের একটি গোলাবারুদের ডিপো মারাত্মকভাবে ধ্বংস হয়েছে। সামরিক ভাষ্যমতে, রোববারও শাওয়াল এলাকায় বিমান হামলায় অন্তত ৪০ সন্ত্রাসী নিহত হয়েছিলো। গত বছরের জুন মাস থেকে পাকিস্তানের সেনাবাহিনী ওয়াজিরিস্তানের উপজাতি এলাকায় পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালাচ্ছে। করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলার পর এ অভিযান শুরু হয়। হামলার পর পাকিস্তান সরকার তালেবানের সাথে শান্তি আলাচনা বন্ধ করে দেয়।