ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার বিভিন্ন নদ-নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এ সময় নদী থেকে ২টি বাঁধ অপসারণ করেন গতকাল মঙ্গলবার।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায় জানান, জেলা প্রশাসকের নির্দেশে ঝিনাইদহ সদর উপজেলার নাটাবাড়ে এবং হরিণাকুণ্ডু উপজেলার দারিয়াপুরে নবগঙ্গা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই দুটি স্থান থেকে দুটি বাঁধ অপসারণ করা হয়। অভিযানকালে ৫০ মিটার কারেন্টজাল আটক করে পুড়িয়ে দেয়া হয়।