ঝিনাইদহে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সংঘর্ষ : আহত ২

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আন্তঃস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে সরকারি বালক বিদ্যালয় এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এ ঘটনায় ২ শিক্ষার্থী আহত হয়েছে, ভাঙচুর করা হয়েছে ২টি ইজিবাইক।

ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল জানান, গতকাল মঙ্গলবার ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় এর সাথে স্থানীয় টেকনিক্যাল স্কুল ও কলেজের মধ্যে বালক বিদ্যালয়মাঠে ফুটবল খেলা চলছিলো। খেলার এক পর্যায়ে উভয় দলের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ শুরু হয়। ইটপাটকেল ও লাঠি সোটা নিয়ে উভয় প্রতিষ্ঠানের ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কমপক্ষে ২ ছাত্র আহত হয়। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ঘটনার পর উভয় বিদ্যালয়ে আজকে ছুটি ঘোষণা করা হয়েছে।

Leave a comment