জীবননগরের রায়পুর ইউনিয়নে নতুন ভবন নির্মানের উদ্বোধন অনুষ্ঠানে এমপি টগর

দেশ উন্নযনের পথে এগিয়ে যাচ্ছে

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজি মো. আলী আজগার টগর বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বিজয় আমরা অর্জন করেছি, তার সুফল দেশের সাধারণ মানুষের ঘরে পৌছে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। আ.লীগ সবসময়ই উন্নয়নে বিশ্বাসী। তাই নির্বাচনী ইস্তেহার অনুযায়ী সমস্ত প্রতিশ্র“তিই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। ২০০৮ সালে আপনারা আমাদের ভোট দিয়েছিলেন। আমরা উন্নয়নের ধারা সূচিত করেছিলাম। গত ৫ বছরে বিদ্যুতের উৎপাদন বাড়ানো হয়েছে। শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে। আ.লীগ ক্ষমতায় আসার পর দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা কৃষিতে ব্যাপক বিপ্লব ঘটিয়েছি এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বর্তমানে বর্হিরবিশ্বে খাদ্য রফতানি করতে সমর্থ হয়েছি। বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ সরকার ক্ষমতায় আসার পরই শিক্ষার মানন্নোয়নে নতুন শিক্ষানীতিও চালু করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষের চিকিৎসাসেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। বিদ্যুতখাতে ব্যাপক উন্নয়ন ঘটানো হয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তার নেতৃত্বে বাংলাদেশ কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ প্রতিটি সেক্টরে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার সময় জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদে প্রায় ৮২ লাখ টাকা ব্যায়ে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

রায়পুর ইউপি চেয়ারম্যান মো. তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঈশা এবং মশিয়ার রহমানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, আ.লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, সোহরাব হোসেন খাঁন, জসিম উদ্দীন জালাল, আব্দুস শুকুর, আব্দুল মান্নান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন জীবননগর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, পল্লী বিদ্যুতের আঞ্চলিক পরিচালক মো. হায়দার আলী, মো. রবি বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, আব্দুস শুকুর সরকার, শেখ মুক্তার হোসেন, মীর মখলেছুর রহমান টজো, যুবলীগ নেতা, ওলিয়ার, রফিক, আলম, মুক্তার, তরিকুল ইসলাম, জুয়েল প্রমুখ।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগরের হাতে ফুল দিয়ে রায়পুর গ্রামের বিভিন্ন দলের প্রায় ২০ জন নেতাকর্মী আ.লীগে যোগদান করেন।

Leave a comment