চুয়াডাঙ্গা ফার্মপাড়ার হাসান ঘুমের ইনজেশনসহ আটক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ফার্মপাড়ার হাসানকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাকে গুলশানপাড়া থেকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ১শ অ্যাম্পুল ঘুমের ইনজেশন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকালই মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার মৃত মইনুদ্দীনের ছেলে হাসান (৩৫) গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে গুলশানপাড়া মোড়ে অবস্থান করছিলো। এ সময় সদর থানার এসআই জিয়াউর রহমান জিয়া ও এএসআই ওহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন। এ সময় হাসানের দেহ তল্লাশি করে ১শ অ্যাম্পুল ঘুমের ইনজেকশন প্যাথেডিন উদ্ধার করা হয়।

Leave a comment