মাথাভাঙ্গা মনিটর: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় বিধ্বস্ত বিমানের ৫৪ আরোহীর সবার লাশ মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জেএ বারাতা বলেন, আর কেউ বেঁচে নেই। সকলের লাশই উদ্ধার করা হয়েছে। বিধ্বস্ত হওয়া ত্রিগানা এয়ারের বিমানটিতে ৪৯ যাত্রী ও পাঁচজন ক্রু ছিলো।