আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ী ও এক মাদকসেবীর জরিমানা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে সাথে নিয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দোকানে বিনা লাইসেন্সে রেকটিফাইট স্পিরিট বিক্রির দায়ে তিন হার্ডওয়ার ব্যবসায়ী ও এক মাদকসেবীর নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, আলমডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমান চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মিলন কুমার মূখার্জীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আলমডাঙ্গা পৌর এলাকার নওদা বন্ডবিল গ্রামের নাসির উদ্দিনের ছেলে হার্ডওয়ার ব্যবসায়ী সেলিম হোসেনকে বিনা লাইসেন্সে রেক্টিফাইট স্পিরিট বিক্রির দায়ে ৬ হাজার টাকা, উপজেলার জেহালা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হার্ডওয়ার ব্যবসায়ী সোহরাব হোসেনকে বিনা লাইসেন্সে রেক্টিফাইট স্পিরিট বিক্রির দায়ে ১ হাজার ৫শ টাকা, হোইদেরপুর গ্রামের বজলুর রহমানের ছেলে হার্ডওয়ার ব্যবসায়ী রাকিবুলকে বিনা লাইসেন্সে রেক্টিফাইট স্পিরিট বিক্রির দায়ে ২ হাজার টাকা, খেজুরতলা গ্রামের মৃত অমূল্য মণ্ডলের ছেলে মাদকসেবী ইসলামকে গাঁজা রাখার দায়ে ৫শ টাকা জরিমানা করা হয়।