আমঝুপির হিজুলিতে বিকাশ এজেন্টের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

আমঝুপি প্রতিনিধি: বিকাশের বিরুদ্ধে অভিনব কৌশলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলি গ্রামের সাকের টেলিকম নামের বিকাশের এজেন্টের ২০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাত ৯টার দিকে ঘটনা ঘটার সাথে সাথে ক্ষুদ্র মোবাইল ব্যবসায়ী সামাদুল ইসলাম অজ্ঞান হয়ে পড়েন।

জানা গেছে, আমঝুপি ইউনিয়নের হিজুলি গ্রামের আ. লতিফের ছেলে সামাদুল ইসলাম হিজুলি বাজারে সাকের টেলিকম নামের মোবাইলফোন ও ফ্ল্যাক্সি লোডের ব্যবসা করেন। সাথে তিনি বিকাশের এজেন্টশিপ নিয়ে বি টু বি অর্থ লেনদেনের ব্যবসা করে আসছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিকাশের কাস্টমার কেয়ারের নম্বর থেকে ফোন করে একটি ভুয়া ২৫ হাজার টাকার ম্যাসেজ পাঠিয়ে দ্রুত ২০ হাজার টাকা পাঠানোর কথা বলায় তিনি ওই নম্বরে ২০ হাজার টাকা বিকাশ করেন। পরবর্তীতে যোগাযোগ করে আর কাউকে পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে আমঝুপি এলাকার বিকাশ গ্রাহকরা শঙ্কিত হয়ে পড়েছেন।

Leave a comment