ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পাওয়া প্রতিবন্ধী খুশি অবশেষে তার বাবা-মায়ের কাছে ফিরে গেছে। গত ১ জুলাই ১৩ বছর বয়সী খুশিকে দেখতে পেয়ে পথচারী খাদেমুল ইসলাম নামের এক ব্যক্তি শিশুটিকে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যান। ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল শিশুটিকে জিম্মায় নেয়ার জন্য মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকুকে সংবাদ দেন। সংবাদ পেয়ে সদর থানায় গিয়ে তিনি ওসি বিপ্লব কুমার নাথের কাছ থেকে পরিচয়হীন ওই শিশুটিকে গ্রহণ করেন। কথা না বলতে পারার কারণে শিশুটির পরিচয় এতোদিন জানা সম্ভব হয়নি। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ঝিনাইদহ ইউনিটের তত্ত্বাবধানে শিশুটিকে ঢাকা আহছানিয়া মিশনের যশোর শেল্টার হোমে নিরাপদ হেফাজতে রাখা হয়। দেড়মাস পর পত্রপত্রিকার খবরের মাধ্যমে শিশুটির পিতা-মাতা জানতে পেরে গত রোববার ঝিনাইদহ সদর থানায় যোগাযোগ করেন। থানা থেকে তাদের মানবাধিকার সংস্থার অফিসে পাঠানো হয়। সংস্থা শিশুটিকে ঢাকা আহছানিয়া মিশনের যশোর শেল্টার হোম থেকে এনে পরিবারের কাছে হস্তান্তর করে। শিশুটির বাবা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর নওদাপাড়া গ্রামের আব্দুল হামিদ ও তার স্ত্রী রেবেকা খাতুন জানান, ঈদের দিন জন্ম হওয়ায় ওর নাম রাখা হয়েছিল খুশি। খুশির আরো একটি ভাই ও একটি বোন আছে।