হামলাকারীদের অবিলম্বে শাস্তি দেয়া না হলে কঠোর কর্মসূচি দেবে ছাত্রলীগ

চুয়াডাঙ্গায় ১৭ আগস্ট সারাদেশে বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও সমাবেশে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক অনিক

 

স্টাফ রিপোর্টার: ১৭ আগস্ট সারা বাংলাদেশে একযোগে বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ রোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে কলেজ ছাত্রলীগ সভাপতি আশিক ইকবাল স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি রুবাইত বিন আজাদ সুস্তির, মকছেদুল হাসান, যুগ্মসাধারণ সম্পাদক শফি উদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, প্রচার সম্পাদক আব্দুর রহমান, স্কুলবিষয়ক সম্পাদক রাজু আহমেদ, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক সুমন রেজা। আরও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগ নেতা খালিদ মাহমুদ, আসাদ, শিকদার, রানা, মোমিন, সাগর, টোকন ও মিলন, কলেজ ছাত্রলীগ নেতা স্বপন, জীম, শিমুল, বিত্ত, জুয়েল, কলিংস, শফিকুল, সাইমুম, বাপ্পি, বক্কর, সজল, রাজু, মাসুম, কাব্য, সাগর, লিখন, সুজন ও ইসরাইল।

                সমাবেশে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক বলেন, আগস্ট শোকের মাস। এ মাস বাংলাদেশের ইতিহাসে এক কালো মাস। এ মাসেই বঙ্গবন্ধু ও তার পরিবারকে প্রাণ দিতে হয়েছিলো। বাদ যায়নি ছোট কোমলমতি নিষ্পাপ শিশু রাসেল। আ.লীগের নেতৃবৃন্দকে তাদের বুকের তাজা রক্ত দিতে হয়েছিলো এ মাসে। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা বাংলাদেশে একই সময়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে অনেক তাজা প্রাণ কেড়ে নিয়েছিলো জামায়াত-বিএনপি। এ ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে রক্ষা করতে প্রয়োজনে ছাত্রলীগ আরও একবার যুদ্ধ করবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক।