সন্ত্রাস নির্মূলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ : পাক প্রধানমন্ত্রী

 

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) সুজা খানজাদাকে হত্যার নিন্দা জানিয়ে সন্ত্রাস নির্মূলে সর্বোচ্চ শক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এক বিবৃতিতে সোমবার নওয়াজ বলেন, সন্ত্রাস নির্মূলে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান (এনএপি) কার্যকরের সংকল্প পুনর্ব্যক্ত করছে সরকার। সর্বশেষ সন্ত্রাসীকে নির্মূল না করা পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ক্ষান্ত হবে না। তিনি আরো বলেছেন, সন্ত্রাস দমনে আগের পদ্ধতিতে পরিবর্তন আনা হবে। সন্ত্রাসীদের শেষ আস্তানায়ও হামলা চালানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। পাঞ্জাবের  শাদি খান গ্রামে গত রোববার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদার রাজনৈতিক কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে সুজা, পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট (ডিএসপি) শওকত হুসেইন শাহসহ ২০ জন নিহত হন। এ হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই-জাংভি (এলইজে) জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের কাছে সোমবার দাখিল করা প্রাথমিক প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, গত ২৯ জুলাই মুজাফফরনগর জেলায় এলইজের প্রধান মালিক ইসাক ও তার দু সন্তানসহ ১৪ জন নিহত হয়। ওই ঘটনার প্রতিশোধ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের অক্টোবরে পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন সুজা। সেনাবাহিনীতে থাকাকালীন সন্ত্রাসবাদবিরোধী বিভিন্ন অভিযানে সরাসরি অংশ নেন তিনি।

Leave a comment