মেহেরপুরে জোর করে বাড়ি দখলের চেষ্টায় ভাঙচুর

 

মেহেরপুর অফিস: জোর করে বাড়ি দখলের জন্য বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়ির লোকজনকে মারধর ও আর্থিক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মেহেরপুর সদর থানায় অভিযোগ করেছেন রাম প্রসাদ সরকার। মেহেরপুর শহরের কাশ্যবপাড়া কাথুলী বাসস্ট্যান্ড এলাকার নরেশ চন্দ্র সরকারের ছেলে রাম প্রসাদ সরকার। তিনি লিখিত অভিযোগে জানান- তার প্রতিবেশী মৃত খেদের আলীর ছেলে আব্দুল গনি ও লিকায়ত আলী এবং আব্দুল গনির ছেলে কামরুল হাসান ওরফে সেন্টু গত শুক্রবার দুপুরে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে জোর করে বাড়ি দখল করার চেষ্টা চালায়। ওই সময় তারা লাঠি-সোটা ও ধারালো অস্ত্র দিয়ে ঘরের টিন ও দেয়াল ভাঙচুর করে। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তাদের বাধা দিতে এগিয়ে গেলে তারা বাড়ির পুরুষ ও মহিলাদের গালিগালাজ করে এবং খুন করার উদ্দেশে ধারালো অস্ত্র হাতে ছুটে গেলে তারা ঘরের দরজা দিয়ে আত্মরক্ষা করে। এ ঘটনায় রামপ্রসাদ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।