আলমডাঙ্গা ব্যুরো: ৩০ বছর পর মিথ্যা মামলায় জিতেও শান্তিতে ভিটে-বাড়ি ভোগ দখল করতে পারছে না আলমডাঙ্গার গোবিন্দপুরের বিপন হোসেন। মিথ্যা মামলায় হেরে বসে নেই একই গ্রামের নয়ন ও জালাল নামের দুজন। গতকাল জোর করেই বাঁশের বেড়া দিয়ে বিপন হোসেন বাড়ি ঘিরে দেয় তারা।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর শহরের গোবিন্দপুর বাসস্ট্যান্ডপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে বিপন হোসেন। তিনি জানান, তার বাপ-দাদার বসবাসের ভিটেবাড়ি তিনি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। তিনি ওই ভিটেবাড়িতেই বসবাস করেন। প্রায় ৩০ বছর আগে একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নয়ন ও মৃত রিয়াজ উদ্দীনের ছেলে জালাল উদ্দীন ওই জমির অংশ পাবেন দাবি করে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। গত ৩০ বছর যাবত ওই মামলা চলেছে। এর মধ্যে বিপনের বাবার মৃত্যু হয়ে। অভিভাবকহীন বিপনকে সে মিথ্যা মামলা লড়তে হয়েছে। এক পর্যায়ে মামলার রায় বিপনের অনুকূলে আসে। ৩০ বছর পর মিথ্যা মামলায় জিতলেও শান্তিতে ভিটেবাড়ি ভোগদখল করতে পারছেন না বিপন। কারণ মামলায় হেরে বসে নেই নয়ন ও জালালচক্র। তারা নতুন করে ষড়যন্ত্র করছে। গতকাল সোমবার দুপুরে নয়ন ও জালালচক্র বিপনের ভিটেবাড়ি বাঁশের বেড়া দিয়ে জোরপূর্বক ঘিরে দিয়েছে। এ সংবাদ পেয়ে বাড়িতে অনুপস্থিত বিপন দ্রুত থানায় অভিযোগ করলে পুলিশ গিয়ে অবৈধ দখলবাজদের তাড়িয়ে দেয়। পরবর্তীতে তারা পুনরায় বিপনের বাড়িঘর ভেঙে নিয়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি দিয়ে গেছে। তাদের নির্দেশ না মানলে খুনের হুমকিও দেয় তারা। এ ঘটনায় বিপন হোসেন পরিবার পরিজন নিয়ে খুবই আতঙ্কিত হয়ে পড়েছেন। গতকাল সন্ধ্যায় এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিপন।