গাপটিলের অর্ধশতকে নিউজিল্যান্ডের সমতায় ফেরা জয়

মাথাভাঙ্গা মনিটর: মার্টিন গাপটিলের ঝড়ো ব্যাটিং আর বোলারদের নিয়ন্ত্রিত বোলিঙে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে নিউজিল্যান্ড। গত রোববার ৩২ রানের দারুণ এ জয়ে সিরিজ ড্র করেছে অতিথিরা। গত শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ৬ উইকেটে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের এটি মাত্র চতুর্থ জয়। আর আগে ব্যাট করে কিউইরা জিতলো এই প্রথমবার।

আগের ম্যাচের মতো রোববার সেঞ্চুরিয়নেও নিউজিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন মার্টিন গাপটিল ও কেন উইলিয়মসন। ৫.২ ওভারেই পঞ্চাশ ছাড়িয়ে যায় কিউইরা। ১৭ বলে ২৫ রান করে ফিরে যান উইলিয়ামসন। তবে গাপটিল ঠিকই করেছেন অর্ধশতক; ৩০ বলে ছুঁয়েছেন পঞ্চাশ। শেষ পর্যন্ত ৩৫ বলে ৬০ করে অনিয়মিত বোলার ফারহান বেহারদিনের ফুল টসে উইকেট উপহার দিয়ে ফেরেন তিনি। তবে উইকেট হারালেও গতি হারায়নি কিউই ইনিংস। মিডল অর্ডারে ১৭ বলে ২০ করে গ্যান্ট এলিয়ট, ১৯ বলে ২৮ করেন জেমস নিশাম। শেষ দিকে ৭ বলে ১৮ কলিন মানরো। নিউজিল্যান্ড ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১৭৭ রান। আগের ম্যাচের ম্যান অব দা ম্যাচ অ্যারন ফাঙ্গিসো এদিন একমাত্র উইকেটের জন্য ৪ ওভারে গুণেছেন ৪০ রান। ৩০ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার কাগিসো রাবাদা।

শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকা দক্ষিণ আফ্রিকা জয়ের সম্ভাবনাই জাগাতে পারেনি। হাশিম আমলা (১৪) ও মরনে ফন উইক (৩) দ্রুত বিদায় নিয়ে শুরুতেই বিপাকে ফেলে দেন দলকে। ফাফ দু প্লেসির চোটের কারণে এদিনও নেতৃত্ব দেয়া এবি ডি ভিলিয়ার্স পারেননি দলকে পথ দেখাতে। নাথান ম্যাককালামকে গ্যালারিতে পাঠানোর পরের বলে আরেকটি ছক্কা মারতে গিয়ে ধরা পড়েছেন সীমানায় (৯ বলে ১৫)। ৪৭ রানে ৩ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার হয়ে পরে চেষ্টা করেছেন রাইলি রুশো (২৩ বলে ২৬), বেহারদিন (২৭ বলে ৩৬) ও ডেভিড মিলার (২০ বলে ২৯)। কিন্তু দল জয় এনে দেয়ার মতো বড় ইনিংস খেলতে পারেননি কেউ। ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা থমকে যায় ৮ উইকেটে ১৪৫ রানে। কিউইদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মিচেল ম্যাকক্লেনাগন, ইশ সোধি ও নাথান ম্যাককালাম। একটি করে নিয়েছেন অ্যাডাস মিল্ন ও জেমস নিশাম। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন মার্টিন গাপটিল। আগামী বুধবার সেঞ্চুরিয়নেই শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

Leave a comment