কোটচাঁদপুর প্রতিনিধি:কোটচাঁদপুর রেলস্টেশনের অদূরে সরকারি কলেজের কাছে ট্রেনে কেটে অজ্ঞাতনামা এক ব্যাক্তি নিহত হয়েছেন। স্টেশন মাস্টার মোস্তফা জানান, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ২৩ আপ রকেট মেল ট্রেনটি কোটচাঁদপুর সরকারি কলেজের কাছে পৌছুলে আনুমানিক ৪০ বছর বয়স্ক এক অজ্ঞাতনামা ব্যক্তি ট্রেনে কেটে মারা যান। নিহত ব্যাক্তির মুখে দাড়ি, পরনে লুঙ্গি ও গায়ে শার্ট ছিলো। সংবাদ পেয়ে যশোর জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালমর্গে পাঠায়।