হরিণাকুণ্ডুতে সংঘর্ষ মহিলাসহ আহত চার বাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হামিরহাটি গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ চারজন আহত হয়েছে। এ সময় চারটি বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। গতকাল রোববার সকালে হামিরহাটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন- হামিরহাটি গ্রামের মিলনের স্ত্রী ফিরোজা খাতুন (২৫), হারুনের ছেলে হাসিব (১৮), মোদাচ্ছেসের ছেলে টনিসহ (১৪) চারজন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়িয়া গ্রামে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে হামিরহাটি গ্রামে মিলনের সাথে কয়েক যুবকের বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে রোববার সকালে চাঁদপুর গ্রামের ফজলু মেম্বারের লোকজন হামিরহাটি গ্রামের মিলনের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। এ সময় চারটি বাড়ি ও একটি দোকানের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কেউ মামলা করেনি বলে ওসি জানান।

Leave a comment