শুরু হচ্ছে মেহেরপুর জেলায় বিএনপির কমিটি গঠন

মাজেদুল হক মানিক: দলকে নতুন করে ঢেলে সাজিয়ে সরকার বিরোধী আন্দোলনে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ লক্ষে সারাদেশের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ভেঙে নতুন কমিটি গঠন শুরু হয়েছে। দলের সুবিধাবাদীদের বাদ দিয়ে ত্যাগী নেতাদের সমন্বয়ে শক্তিশালী কমিটি গঠনের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। বিএনপির যুগ্মমহাসচিব মো. শাহজাহান স্বাক্ষরিত জরুরি চিঠি পেয়ে মেহেরপুর জেলা বিএনপি কমিটি গঠনের কাজ শুরু করেছে। গতকাল রোববার সকালে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেন গাংনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিটি গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে যুগ্মমহাসচিবের চিঠির উদ্ধৃতি দিয়ে আমজাদ হোসেন বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে কয়েকটি আন্দোলনে সারাদেশের হাজার হাজার নেতাকর্মী সীমাহীন ত্যাগ, সাহসী ভূমিকা পালন করলেও অনেক নেতা দায়িত্ব পালনে অবহেলা, অক্ষমতা, অযোগ্যতা, অনীহা ও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ভয়-ভীতি, আপসকামীতা আন্দোলন সংগ্রামকে দুর্বল ও ক্ষতিগ্রস্ত করেছে। তাদের এসব কর্মকাণ্ড সাংগঠনিকভাবে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। ব্যক্তি স্বার্থবাদী নেতা নিজের পদ ও নেতৃত্ব ধরে রাখার লক্ষে নতুন কমিটি গঠনে বাধা সৃষ্টি করে থাকে এবং ত্যাগী নেতাদের দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার সুযোগ দেয়ার পরিবর্তে বাধা সৃষ্টি করেন। এসব স্বার্থবাদী নেতাদের বাদ দিয়ে ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হবে। তবে প্রবীণ যোগ্য নেতাদের যথাযথ সম্মান দিয়ে উপদেষ্টা হিসেবে কমিটিতে রাখার নির্দেশনা রয়েছে।

কমিটি গঠন নিয়ে কিছু ব্যক্তি বিভ্রান্তমূলক অপপ্রচার চালাতে পারে। তাদের কথায় কান না দিয়ে জেলা সভাপতি আমজাদ হোসেন ও সম্পাদক আমিরুল ইসলামের সাথে কথা বলে কমিটি গঠনের কাজে সহযোগিতা চেয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। ২০১০ সালের ২ মার্চ গঠিত জেলা বিএনপির বর্তমান কমিটির মেয়াদোত্তীর্ণ হয় ২০১২ সালের ২ মার্চ। তাই সম্মেলনের মধ্য দিয়ে জেলাসহ সকল ইউনিটের কমিটি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে গঠনের জন্য কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছে জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুর রউফ, রেজাউল হক, গাংনী মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, জেলা বিএনপির সদস্য গাংনী পৌর বিএনপির সভাপতি ইন্সারুল হক ইন্সু, যুগ্মসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, জেলা বিএনপির প্রচার সম্পাদক উপজেলা যুবদল সভাপতি আক্তারুজ্জামান, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দাল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বুলবুল, পৌর যুবদলের সম্পাদক আব্দুল্লাহ হীল মারুফ পলাশ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, রাইপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম ও ছাত্রদল নেতা রবিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a comment