স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা আলমগীর আজম খোকার বিলবোর্ড ছেঁড়ার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন তার সমর্থকরা। গতকাল রোববার সন্ধ্যারাতে কোর্টমোড়ে অবরোধ শেষে বিক্ষোভ মিছিলে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভ মিছিলটি কোর্টমোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কোর্টমোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমবেশে সভাপতিত্ব করেন যুবলীগ নেতা শ্রী তপন চ্যাটার্জি। প্রধান অতিথি ছিলেন যুবলীগ নেতা আলমগীর আজম খোকা। বক্তব্য রাখেন ফয়সাল খান, রাতুল, আরেফিন, আনোয়ার, মিলন, জাহাঙ্গীর আলম, খানজাহান আলী, মিজু, সাগর, তানজিল ও রানা।
এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ঈদুল ফিতরের আগে জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা সংবলিত বিলবোর্ড স্থাপন করেন যুবলীগ নেতা আলমগীর আজম খোকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়ের পাশাপাশি খোকার ছবিও শোভা পায় বিলবোর্ডগুলোতে। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান এবং বিভিন্ন অলিগতিতে এসব বিলবোর্ড স্থাপন করা হয়। ১৫ আগস্ট জাতীয় শোকদিবসের আগেও কিছু বিলবোর্ড স্থাপন করা হয়। কিন্তু গত কয়েকদিনে রাতের আঁধারে খোকার বেশ কিছু বিলবোর্ড ভেঙে ব্যানার ছিঁড়ে ফেলা হয়। ছেঁড়া হয় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ বিলবোর্ডের সব ছবি। এদিকে বিলবোর্ড ভাঙার খবর পেয়ে প্রতিবাদমুখর খোকার সমর্থকরা ফুঁসে ওঠেন। এর প্রতিবাদে গতরাতে শহরের কোর্টমোড়ে সড়ক অবরোধ করেন খোকাসহ তার কর্মী-সমর্থকরা। দায়ীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগান দেয়া হয়। শুধু বিলবোর্ড নয় জাতীয় নেতাদের ছবি ছেঁড়ায় বিস্ময় প্রকাশ করেন কর্মী-সমর্থকরা।