কোটচাঁদপুরে মাইক্রোবাস যাত্রীর টাকা ও মোবাইলফোন লুট

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মাইক্রোবাস যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইলফোন নিয়ে গেছে ডাকাতরা। গত শুক্রবার রাত দুটোর দিকে চৌগাছা থেকে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন কোটচাঁদপুর শহরের বাসিন্দা সানরাইজ জীবন উন্নয়ন সংস্থার পরিচালক মফিদুল ইসলাম বাবুসহ ছয়জন। মাইক্রোবাসটি কোটচাঁদপুর-চৌগাছা সড়কের জাবড়ে ক্ষেত নামক স্থানে পৌঁছুলে ডাকাতরা রাস্তার ওপর একটি ট্রাক ফেলে গতিরোধ করে। এ সময় ৮-১০ জনের ডাকাতদল তাদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ১০ হাজার টাকা ও ছয়টি মোবাইলফোন নিয়ে যায়। মফিদুল ইসলাম বাবু জানান, ডাকাতের কবল থেকে মুক্তি পেয়ে একটু দূরে গিয়ে পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায়। গত শনিবার সকালে তিনি থানায় একটি লিখিত অভিযোগও করেন। জানতে চাইলে থানার সেকেন্ড অফিসার জয়নাল আবেদীন বলেন, ডাকাতির বিষয়টি সম্পূর্ণ ভুয়া। সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি।

Leave a comment