কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে জাতীয় শোকদিবসের প্রচার মাইক জোরপূর্বক বন্ধ ও মিশুকচালককে লাঞ্ছিত করায় উত্তেজিত জনতা ৩ পুলিশ সদস্যকে ঘেরাও করে রাখে। সংবাদ পেয়ে থানার দু দারোগা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে অভিযুক্ত ৩ পুলিশকে উদ্ধার করে নিয়ে যান।
জানা যায়, জাতীয় শোকদিবস পালন উপলক্ষে গত শুক্রবার বিকেলে আওয়ামী লীগের একটি প্রচার মাইক মিশুকযোগে শহরে প্রচার করছিলো। মিশুকটি হাসপাতালের কাছে পৌঁছুলে পুলিশ সদস্য জাহিদুল ইসলাম, আমিরুল ইসলাম ও লিমন হোসেন জোরপূর্বক প্রচার মাইক বন্ধ করে দেয় এবং মিশুকের চাবি কেড়ে নিয়ে মিশুক চালক সোহেলকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় উপস্থিত জনতা অভিযুক্ত ৩ পুলিশ সদস্যকে ঘেরাও করে রাখে। থানার দারোগা সৈয়দ আলী ও আনিচুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে ৩ পুলিশকে উদ্ধার করে নিয়ে যান। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাম্মেদ কবীর হোসেন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্ত ৩ পুলিশকে শুক্রবার রাতেই প্রত্যাহার করে নেয়া হয়েছে।