কুষ্টিয়ায় জামাইয়ের হামলায় শ্বশুর নিহত: কুমারখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে জামাইয়ের হামলায় শ্বশুর নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নে ভারইল গ্রামে জামাই নাসির মণ্ডলের (২৮) বাটামের আঘাতে শ্বশুর দুলাল বিশ্বাস নিহত হন। শ্বশুর দুলাল বিশ্বাসের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। এদিকে কুমারখালীতে প্রিয়াংকা নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মিরপুর থানার ওসি (তদন্ত) আখতারুজ্জামান জানান, নাসির মণ্ডল তার স্ত্রী রুপালী বেগমকে গত তিন মাস আগে তালাক দেন। এরপর রুপালী বেগম কুষ্টিয়া আদালতে মামলা করেন। মামলা দায়েরের পর থেকে নাসির মামলা তুলে নেয়ার জন্য তার শ্বশুরকে অব্যাহতভাবে চাপ দিয়ে আসছিলো। এরই এক পর্যায়ে গতকাল রোববার সকালে নাসির তার শ্বশুরবাড়িতে উপস্থিত হয়ে মামলা তুলে নেয়ার জন্য হুমকিধামকি দেয়। এতে উত্তেজনা তৈরি হলে নাসির তার শ্বশুর দুলাল বিশ্বাসকে কাঠের বাটাম দিয়ে আঘাত করে। আহতবস্থায় তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্যকমপে¬ক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কুমারখালীতে প্রিয়াংকা নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে শহরের বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। কুমারখালী থানার অফিসার ইনচার্জ কাজী দাউদ বলেন, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে প্রাণিসম্পদ বিভাগের সহকারী মাঠ পরিদর্শক সুধা নন্দীর স্ত্রী প্রিয়াংকার মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Leave a comment